প্রতিযোগিতামূলক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো অসংখ্য শিরোপা জিতেছেন। তবে পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে লামিনে ইয়ামাল গত বছর স্পেনের হয়ে জিতেছেন ইউরো। জাদুকরী ফুটবলে মুগ্ধ চলেছেন তিনি। আজ ইয়ামাল নামবেন আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। আর রোনালদো নামবেন তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-স্পেন। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সান্ত্বনামূলক ম্যাচ খেলতে নামবে জার্মানি-ফ্রান্স। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনাল আজই মুখোমুখি ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
উয়েফা নেশনস লিগ: ৩য় স্থান নির্ধারণী
জার্মানি-ফ্রান্স
সন্ধ্যা ৭টা
সরাসরি সনি স্পোর্টস ৫
উয়েফা নেশনস লিগ: ফাইনাল
পর্তুগাল-স্পেন
রাত ১টা
সনি স্পোর্টস ৫
টেনিস খেলা সরাসরি
ফ্রেঞ্চ ওপেন: পুরুষ ফাইনাল
সিনার-আলকারাজ
সন্ধ্যা ৭টা
সরাসরি সনি স্পোর্টস ১ ও ২
ক্রিকেট খেলা সরাসরি
২য় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সনি স্পোর্টস ১