হোম > খেলা

এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দেন: সাকিব

রানা আব্বাস, সেন্ট ভিনসেন্ট থেকে

‘আজ কী হেডিং দেবেন’—সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার সময় সাকিব আল হাসানের জিজ্ঞাসা। জয়ের পর সেই ফুরফুরে সাকিবের দেখা মিলল সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে।  

এ ম্যাচের আগে কত আলোচনা সাকিবকে নিয়ে। সেন্ট ভিনসেন্টে পরশু তারকা অলরাউন্ডারের অনুশীলনের তীব্রতা দেখে বোঝা যাচ্ছিল রানে ফিরতে তিনি উন্মুখ।  সাকিবের অনেক অপেক্ষার অবসান হয়েছে কাল। ঠিক ১ বছর ৮ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন, ৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ করলেন। ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে তানজিদ তামিম এবং মাহমুদউল্লাহর সঙ্গে দুটি কার্যকর জুটি গড়লেন। তাতেই বাংলাদেশ পেল ১৫৯ রানের লড়াইয়ের স্কোর। সাকিবের সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—

বীরেন্দর শেবাগসহ সব প্রশ্নের উত্তর
‘একজন খেলোয়াড় কখনো প্রশ্নের উত্তর দিতে আসে না। তাঁর কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। একজন খেলোয়াড় তার দলে কতটা অবদান রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না, স্বাভাবিকভাবে কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না।’

অবশেষে অনেক অপেক্ষার অবসান
‘গুরুত্বপূর্ণ ছিল ওপরের চারজনের একজন বড় স্কোর গড়া। বেশি সময় ধরে ব্যাটিং করা, ১৫–১৭ ওভার। আজ আমার দিন ছিল। আলহামদুলিল্লাহ ওটা করতে পেরেছি। সামনে আরেকজনের সময় আসবে, তাকে করতে হবে। এভাবেই টি-টোয়েন্টি ম্যাচ যায়। টি-টোয়েন্টিকে আমার পারফরম্যান্সনির্ভর (ব্যক্তিগত) খেলা মনে হয় না। দলে কে কতটা অবদান রাখতে পারল, এটাই গুরুত্বপূর্ণ।’
 
ঈদ উপহার কেমন হবে
‘অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচ জিতলে আমাদের সুপার এইট নিশ্চিত হবে। আমরা মুখিয়ে আছি। ঈদের দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন। বাংলাদেশে সবাই উদযাপন করে। আশা করি ঈদের দিনে আমরা সবার মুখে হাসি ফোটাতে পারব।’      

এ রকম পরিস্থিতিতে কখনো পড়েছেন
‘আল্লাহ আমার প্রতি সব সময়ই দয়ালু। এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলত আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’ 

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তা
‘জীবনে কখনোই ব্যক্তিগত লক্ষ্যের জন্য খেলি না। দলের জন্যই খেলেছি সব সময়ই। ব্যক্তিগত অর্জনের জন্য খেললে অন্যভাবে ব্যাটিং করতাম। দলের জন্যই এভাবে ব্যাটিং করেছি।’

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা