হোম > খেলা > ক্রিকেট

লঙ্কানদের পেলেই নাঈম দেখান তাঁর জাদু

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর নাঈম হাসান। ছবি: ক্রিকইনফো

আসিথা ফার্নান্দোকে বোল্ড করেই গলের উইকেটে সিজদা দিয়েছেন নাঈম হাসান। শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানার পাশাপাশি নাঈম তাঁর ঝুলিতে পুড়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে দুইবার লঙ্কানদের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী বাংলাদেশি স্পিনার।

নাঈম এমন সময় আজ আক্রমণ করেছেন, যেখানে শ্রীলঙ্কার লিড নেওয়া ছিল কেবলই সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রানে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকের মতো ব্যাটার তখন উইকেটে। হাতে ৪ উইকেট নিয়ে ৩১ রান নিলেই বাংলাদেশের ৪৯৫ রানের পাহাড় টপকে যেত লঙ্কানরা। সেই সময় নাঈমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ৪৮৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা।

গলে আজ মধ্যাহ্নভোজের পর শ্রীলঙ্কা ২০ রানে যে শেষ ৪ উইকেট হারিয়েছে, তার মধ্যে তিনটাই নিয়েছেন নাঈম। যার মধ্যে ১২৮তম ওভারের প্রথম ও শেষ বলে কামিন্দু মেন্ডিস ও থারিন্দু রত্নায়েকেকে ফিরিয়েছেন নাঈম। ১৪৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৭ রান করেছেন কামিন্দু। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার আউট হওয়াতেই মূলত স্বাগতিকদের লিড নেওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। জোড়া ধাক্কা দেওয়ার ২০ বল পরই লঙ্কানদের ইনিংস গুটিয়ে দিয়েছেন নাঈম। শেষের দিকের ৩ উইকেটের সঙ্গে দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট যোগ হওয়ায় টেস্টে সব মিলিয়ে চারবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাঈম। শ্রীলঙ্কা ছাড়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইনিংসে একবার করে নাঈম পেয়েছেন ৫ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে নাঈমের সেরা বোলিং শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২২ সালে চট্টগ্রামে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। তিন বছর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা সেই টেস্ট ড্র হয়েছিল। এবার গলেও এই দুই দলের টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৫ রান করেছে বাংলাদেশ। লিডসহ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের স্কোর ৭৫। আজ চতুর্থ দিনের দুই সেশনের খেলা শেষ হয়ে গেছে। জাদুকরী কিছু না হলে বাকি ৪ সেশনে সিরিজের প্রথম টেস্টের ফল আসা অসম্ভব।

টেস্টে চারবারের মধ্যে দুইবারই শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত ১৩ টেস্টে নাঈম নিয়েছেন ৪৪ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশি স্পিনার ১২টি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ২৫ বছর বয়সী বাংলাদেশি স্পিনারের উইকেট ১১। এবার গলে যে নাঈম ৫ উইকেট নিয়েছেন, সেটা বিদেশের মাঠে টেস্টে তাঁর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা