হোম > খেলা > ক্রিকেট

টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদ্‌যাপনে বড় আয়োজন বিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেটির অংশ হিসেবে পরশু থেকে পাঁচ বিভাগীয় শহর ও রাজধানী মিরপুরে হবে ‘ক্রিকেট কার্নিভ্যাল’ শীর্ষক সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট। এক দিনব্যাপী এসব আয়োজনে থাকবে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ও চিত্র প্রদর্শনী।

সূত্র জানায়, প্রাথমিক সূচি অনুযায়ী খুলনায় কাল, রাজশাহীতে ২২ জুন, সিলেটে ২৩ জুন, চট্টগ্রামে ২৪ জুন, ঢাকার রিয়া গোপ ওমেনস কমপ্লেক্সে ২৫ জুন এবং এর এক দিন পর মিরপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন হবে এই উৎসব। বরিশাল ও রংপুরেও আয়োজনের কথা চলছে। ২২ ও ২৩ জুন কার্নিভ্যাল ম্যাচ দেখতে রাজশাহী ও সিলেটে থাকার কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী ঘিরে আজ বিকেলে মিরপুরে বিসিবি সভাপতি বুলবুলের উপস্থিতিতে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ‘তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান আয়োজন সফল করতে বেশ কয়েকটি কমিটি ও উপকমিটি গঠন এবং বাজেট অনুমোদনের বিষয়গুলোও সভায় চূড়ান্ত করা হয়েছে। বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন কীভাবে শতভাগ সফল করা যায়, আমরা সেটি নিয়েই আজ আলোচনা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা