হোম > খেলা > ক্রিকেট

নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে বেকায়দায় কোহলি

ক্রীড়া ডেস্ক    

সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।

ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’

কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’

পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম