হোম > খেলা

পোলার্ড-রাসেলদের নিতে ব্যয় ৯২ কোটি টাকা! 

আইপিএলে সব সময় ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের একটা আধিক্য দেখা যায়। গত ২-৩ বছর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ানদের দাপট কমলেও এবার সেটা আবার ফিরে এসেছে। আইপিএলের দুই দিনের মেগা নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাটা যে তাঁদের। 

সবকিছু ঠিক থাকলে আইপিএলের আগামী আসরে ১৭ ক্যারিবিয়ান ক্রিকেটার খেলবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া থেকে ১৪ জন, ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন ১৩ জন। নিউজিল্যান্ড থেকে আগামী আইপিএলে থাকছেন মোট ১২ জন ক্রিকেটার। 

১৭ ক্যারিবিয়ান থেকে ১৪ জন গত দুই দিনের নিলাম থেকে সুযোগ পেয়েছেন। বাকি তিনজনকে নিলামের আগে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে ১২ কোটি রুপিতে আন্দ্রে রাসেল আর ৬ কোটি রুপিতে সুনীল নারাইনকে ধরে রাখে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ৬ কোটি রুপিতে কাইরন পোলার্ডকে ধরে রাখে মুম্বাই ইন্ডিয়ানস। 

নিলামের বাইরে থেকে ক্যারিবিয়ানদের মধ্যে সর্বোচ্চ ১০.৭৫ কোটি রূপিতে নিকোলাস পুরানকে দোলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া জেসন হোল্ডারকে ৮। ৭৫ কোটি রূপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, শিমরন হেটমায়ারকে ৮.৫০ রূপিতে দলে নিয়েছে রাজস্থান র‍য়েলস। নিলামে চমক দেখিয়েছেন রোমারিও শেফার্ড। তাঁকে ৭.৭৫ কোটি রুপিতে নিয়েছে হায়দরাবাদ। 

আইপিএল অভিষেকের অপেক্ষায় থাকা ওডেন স্মিথও চমক দেখিয়েছেন। পাঞ্জাব কিংস তাঁকে দলে ভিড়িয়েছে ৬ কোটি রূপিতে। সব মিলিয়ে ১৭ ক্যারিবিয়ানের পেছনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ পড়েছে ৯২ কোটি টাকা।

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব

পাকিস্তানের পরই বাংলাদেশকে ‘ঘর’ মনে করেন শোয়েব

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল