হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ছবি: বিসিবি

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।

মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।

২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের