হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক    

বিকল্প ভেন্যু ইস্যুতে কথা বলেছেন সাইকিয়া। ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ঘটনার সূত্রপাত। এরপর নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। সংস্থাটির আবেদনে আইসিসির জবাব কী হয়, সেটাই ছিল দেখার বিষয়।

সূচি অনুযায়ী, গ্রুপপর্বে লিটনদের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। অন্য ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের আবেদন মেনে আইসিসির পক্ষে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের সম্ভাবনা খুবই কম। তবে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমে কথা ভাবছে আইসিসি। খুব শিগগির বিসিবিকে প্রস্তাবও দেবে সংস্থাটি, দাবি ক্রিকবাজ। এই প্রতিবেদনের পর বিসিসিআইয়ের বক্তব্যের অপেক্ষায় ছিল সবাই। বিষয়টি নিয়ে মুখ খুললেন সংস্থাটির সদস্যসচিব দেবজিত সাইকিয়া।

সংবাদ সংস্থা আইএএনএসকে সাইকিয়া বলেন, ‘বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে যোগাযোগ হবে। কারণ, আইসিসি হলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদি আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমাদের কাছে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের