হোম > খেলা > ক্রিকেট

অ্যান্টিগায় তাসকিনদের সাফল্য ম্লান ব্যাটারদের ব্যর্থতায়

ক্রীড়া ডেস্ক    

অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা।

৯ উইকেটে ২৬৯ রানে বাংলাদেশ তাঁদের প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছিল। দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের ৯ উইকেট পড়তেই খেলা শেষ। তবে এবার বাংলাদেশ করতে পারেনি প্রথম ইনিংসের অর্ধেক রানও। বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষ হতে সময় লেগেছে ৭ ওভার। ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় বাংলাদেশ। সফরকারীদের ইনিংসের শেষ ভাগে ঘটেছে ‘অদ্ভুত’ এক ঘটনা। ৩৮তম ওভারের শেষ বলে জেইডেন সিলসের বলে সংযোগ ঘটাতে পারেননি তাসকিন। তবু দৌড় শুরু করেন তাসকিন ও শরীফুল ইসলাম। স্ট্রাইকপ্রান্তে শরীফুল পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক জোশুয়া ডা সিলভা বল ছুঁড়লেও স্টাম্প বরাবর সেটা লাগাতে পারেননি। এরপরই ফিজিও আসেন শরীফুলকে দেখতে। ব্যাটিং করার মতো অবস্থায় তিনি না থাকায় খেলা এখানেই শেষ হয়ে যায়। কারণ, শরীফুল এর আগে আলজারি জোসেফের বাউন্সারে আঘাত পেয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের ২০১ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাস্টিন গ্রিভস। ১১৫ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বোলিংয়েও অবদান রেখেছেন তিনি। প্রথম ইনিংসে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ৩ ওভার বোলিং করে খরচ করেন ১২ রান।

এর আগে অ্যান্টিগায় টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। টস হেরে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করেছিল। মিকাইল লুইস (৯৭) ও অ্যালিক আথানাজ (৯০) নড়বড়ে ৯০-এর ঘরে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস। ২০৬ বলে ৬ চারে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া তাসকিন টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন দ্বিতীয় ইনিংসে। ১৮১ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৫২ রানে। ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রানে তাসকিন নেন ৬ উইকেট। টেস্টে এটা তাঁর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড