হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে অল্পের জন্য ‘লজ্জাজনক’ অবস্থা থেকে বাঁচলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

৪ ওভারে ৭৪ রান খরচ করেছেন উইলিয়াম ও’রুর্ক। ছবি: ক্রিকইনফো

লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে উইলিয়াম ও’রুর্ককে রীতিমতো অসহায় লেগেছে। প্রতিপক্ষ যদি এমন বিধ্বংসী ব্যাটিং করে, তখন তালগোল পাকানোই তো স্বাভাবিক। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জিতেশ শর্মার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

শুধু জিতেশ শর্মাই নন, লক্ষ্ণৌর পেসার ও’রুর্ককে বেধড়ক পিটিয়েছেন বিরাট কোহলি-ফিল সল্টরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ও’রুর্ক দিয়েছেন ২২ রান। এই ওভারে কোহলি মেরেছেন চারটি চার ও অপর চারটি মেরেছেন সল্ট। এমন খরুচে বোলিং ও’রুর্ক করেছেন ইনিংসের ১৮তম ওভারে। বেঙ্গালুরুর জিততে যখন তিন ওভারে ২৮ রান দরকার, তখন ২১ রান দিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। যেখানে জিতেশ শর্মা দুটি করে চার ও ছক্কায় একাই ২০ রান নিয়েছেন। ও’রুর্ক ৪ ওভারে ৭৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। তাঁর খরুচে বোলিংই মূলত বেঙ্গালুরুকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছে। লক্ষ্ণৌ ২২৭ রানের পাহাড় গড়েও তাই জিততে পারেনি।

৪ ওভারে ৭৪ রান দিলেও আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের তালিকায় ও’রুর্কের নাম ওঠেনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ৭৬ রান খরচ করেছেন জফরা আর্চার। রাজস্থান রয়্যালসের হয়ে এবারই তিনি খরুচে বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তিনে থাকা মোহাম্মদ শামিও বাজে বোলিংয়ের কীর্তিটা গড়েছেন এবারের আইপিএলেই। সবচেয়ে বাজে বোলিংয়ের তিনটি যেহেতু ২০২৫ আইপিএলের, তাহলে বোঝাই যাচ্ছে এবার কী পরিমাণ রানবন্যা হয়েছে।

অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত। তবে তাঁর এই সেঞ্চুরি ব্যর্থ হয়েছে জিতেশের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৩৩ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে জিতেশ বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৮ চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি। আইপিএল ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিংয়ের পাঁচ রেকর্ড

দল রান খরচ প্রতিপক্ষ সাল

জফরা আর্চার রাজস্থান রয়্যালস ৭৬ সানরাইজার্স হায়দরাবাদ ২০২৫

মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ ৭৫ পাঞ্জাব কিংস ২০২৫

উইলিয়াম ও’রুর্ক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৭৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫

মোহিত শর্মা গুজরাট টাইটান্স ৭৩ দিল্লি ক্যাপিটালস ২০২৪

বাসিল থাম্পি সানরাইজার্স হায়দরাবাদ ৭০ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৮

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের সেরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক