হোম > খেলা > ক্রিকেট

তামিমের তাণ্ডবে দলের জিততে লাগল না ১০ ওভার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহজ জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি স্বল্প রানে গুটিয়ে যাওয়া ম্যাচ খেলল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং তোপে ২৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তরুণদের নিয়ে গড়া দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শাইনপুকুর। চলতি লিগে এটিই দলটির সর্বনিম্ন স্কোর, আর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের অসাধারণ ব্যাটিংয়ে ৯.৩ ওভারেই শাইনপুকুরের দেওয়া ৭০ রানের লক্ষ্য তাড়া করেছে রূপগঞ্জ। জিতেছে ১০ উইকেটে। পুরো ১০০ ওভারে ম্যাচে সব মিলিয়েছে খেলা হয়েছে ৩৫.২ ওভার।

এর আগে বিকেএসপিতে এই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেই গাজী গ্রুপ গুটিয়ে গিয়েছিল ৯৩ রানে। সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরের দুই ওপেনার মঈনুল ইসলাম তন্ময় ও নিয়ন জামান ধীরস্থিরভাবে শুরু করেন। প্রথম আট ওভারে তুলেছিলেন ২৮ রান। কিন্তু নবম ওভারে শেখ মেহেদির প্রথম আঘাতের পরই ধস নামে শাইনপুকুরের ব্যাটিংয়ে। তারপর রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলামের আগুন ঝরানো স্পেলে মাত্র ৪১ রানের ব্যবধানে হারিয়ে ফেলে বাকি সব উইকেট। তানভীর ও রাজা ৩টি করে উইকেট নিয়েছেন, শেখ মেহেদির শিকার ২ উইকেট।

জবাবে রূপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ইনিংসে মাত্র ৭৩ মিনিটে ম্যাচ শেষ করে দেন। তামিম ২০ বলে ৩৫ ও সাইফ ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আপাতত লিজেন্ডস অব রূপগঞ্জই।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড