হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

ক্রীড়া ডেস্ক    

হতাশাজনক সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ এখন নামবে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের একটি বহর। পুরো বাংলাদেশ দল আগামীকাল পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর যে পাকিস্তানে পৌঁছেছে, সেটা নিয়ে আজ সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। লাহোরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে দেখা গেছে বাংলাদেশ দলের সেই বহরে থাকা লোকদের। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। বাংলাদেশ দলের বাকিরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল।

পাকিস্তান সফরে অবশ্য বাংলাদেশ পাচ্ছে না গতিতারকা নাহিদ রানাকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রানা। বর্তমানে সিরিজের ছয় বাংলাদেশি ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে। প্রথম বহরে যাওয়া চার ক্রিকেটার তো আছেনই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই দেশটিতে চলে গেছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। মিরাজ-রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। শিরোপার লড়াইয়ে আজ দলটি মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-কোয়েটা ম্যাচ।

লাহোর কালান্দার্স এখন এক টুকরো বাংলাদেশ। মিরাজ-রিশাদের সঙ্গে আছেন সাকিব আল হাসান। তবে সাকিব-রিশাদের পিএসএল খেলার সুযোগ হলেও মিরাজ একাদশে সুযোগ পাননি। পিএসএলে এবারই প্রথমবার খেলতে এসেছেন মিরাজ। পিএসএল ফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না