হোম > খেলা > ক্রিকেট

তামিম এখন কথা বলতে পারছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞান ফিরেছে তামিমের। ছবি: এএফপি

হার্টে ব্লকের পর একটি রিং বসানো হয়। তামিম ইকবাল এখন আছেন নিবিড় পর্যবেক্ষণে। তবে স্বস্তির খবর, জ্ঞান ফিরেছে তাঁর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথাও বলছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তামিম নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। দেবাশীষও সেই কথাই জানালেন, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সময়ের আগে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের হৃদ্‌যন্ত্রে একটি ব্লক ধরা পড়েছিল, সফলভাবে রিং বসানোর মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। তাঁর অন্যান্য ধমনি স্বাভাবিক রয়েছে। রিং পরানোর পর তাঁর শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলোও উন্নতির দিকে রয়েছে। মূল সমস্যার সমাধান হওয়ায় এখন তার অবস্থা পর্যায়ক্রমে আরও ভালো হবে বলে আশা করছেন চিকিৎসকেরা।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখন তামিমের জ্ঞান ফিরেছে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক দল তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

আজ বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ