হোম > খেলা

মামলার আসামিরা এখনো অলিম্পিকের কমিটিতে

জহির উদ্দিন মিশু

ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় চার মাস পেরোল। এর মধ্যে দেশের ক্রীড়াঙ্গনেও শুদ্ধি অভিযান থেমে নেই। তবে দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটিতে এখনো রয়েছে হত্যা মামলার আসামিসহ একাধিক বিতর্কিত নাম।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর বিওএর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। পরে ২৫ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাপ্তরিক কাগজপত্রসহ ওয়েবসাইটে থাকা কার্যনির্বাহী কমিটির তালিকায় প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হন জেনারেল ওয়াকার-উজ-জামান। বাকি ৩২ জনের মধ্যে এমন অনেকে আছেন, যাঁরা একাধিক মামলার আসামি, কেউ পলাতক, আবার কেউ আওয়ামী সরকারের সময়ের প্রভাবশালী এমপি; এমনকি ব্যাংক লুটপাটের অভিযোগসহ নানা বিতর্কে তাঁদের নাম জড়িয়েছে।

অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘এ সব (বিতর্কিত নাম) পরিবর্তন করার সুযোগ আছে। কাউন্সিলরশিপ হালনাগাদ করারও একটা পথ খোলা আছে। এখন নির্বাহী কমিটির সভায় উঠলে তখন বলা যাবে।’

বিওএর নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ৩৩। সর্বশেষ ২০২১ সালের ১১ ডিসেম্বর সংস্থাটির নির্বাচন হয়েছিল। সে সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি), নেতা এবং প্রভাবশালী ব্যক্তি দেশের কয়েকটি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সে পরিপ্রেক্ষিতে তাঁরা আবার বিওএর কমিটিতে জায়গা করে নেন। তাঁদের মধ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রধান ছিলেন গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি মাহবুব আরা গিনি। কদিন আগে তাঁকে গ্রেপ্তার করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গিনি এখনো বিওএর সহসভাপতি পদে রয়েছেন। আট মামলার আসামি হয়ে কারাবন্দী ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। তিনিও রয়েছেন সদস্য হিসেবে। এরপর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিওএর বর্তমান কমিটির সদস্য, যাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। বিওএর কমিটিতে আছেন সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ। তাঁর বিরুদ্ধে সমবায় ব্যাংক লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ আরও বিতর্কিত কয়েকজন রয়েছেন বর্তমান কমিটিতে।

ক্রীড়াঙ্গনে চলমান সংস্কারের মধ্যে এসব বিতর্কিত ব্যক্তিকে বিওএ কমিটি থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা আছে কি না, এ ব্যাপারে অলিম্পিকের সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম বলেন, ‘তারা তখন যে যার পেশায় ছিল বা রাজনীতির সঙ্গে ছিল, সে কারণেই হয়েছে। আমরা তো জানি না। অলিম্পিকের মহাসচিব আছেন, কমিটির অন্যরা আছেন, তাঁরা বিষয়টা ব্রিফ করবেন।’

বিষয়টি নিয়ে আরও স্পষ্টভাবে জানতে গতকাল বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। এমনকি মেসেজ দেওয়ার পরও তিনি কোনো উত্তর দেননি। বিওএর নির্বাচনী কার্যক্রম, নির্বাহী কমিটির ভালো-মন্দ দেখভাল ও আয়-ব্যয়ের হিসাব তদারক করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব আমিনুল ইসলাম বলেন, ‘এটা তাদের (বিওএ) জিজ্ঞেস করুন। কমিটি তাদের।’

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজঃ বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান