হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে চ্যাম্পিয়ন হলেই আড়াই কোটি টাকা, ফাইনাল এগোল ১ ঘণ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বিপিএলের লোগো। ছবি: ফেসবুক

আলোচিত-সমালোচিত বিপিএল এবার শেষের পথে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস—কার হাতে উঠবে সোনালি ট্রফি। তা জানার জন্য অবশ্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগেই জেনে রাখুন—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা।

আর ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামীকাল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময় অনুযায়ী ফাইনাল হবে সন্ধ্যা ৬টায়।

রানার্সআপ দলের জন্যও থাকছে কোটি টাকারও বেশি প্রাইজমানি, তারা পবে দেড় কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অবশ্য আগেই ঠিক হয়েছে। চিটাগংয়ের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারা খুলনা টাইগার্স পাচ্ছে ৬০ লাখ টাকা। এলিমিনেটরে বাদ পড়া রংপুর রাইডার্সের কপালে জুটেছে ৪০ লাখ টাকা।

এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা সমমূল্যের বাইক। ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা।

গত আসরে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল দুই কোটি টাকা। এক কোটি টাকা পেয়েছে রানার্সআপ দল। এবার অবশ্য দুই দলের জন্যই ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তবে ফাইনালসেরা ও টুর্নামেন্টসেরার প্রাইজমানি থাকছে আগের মতোই।

বিপিএলে কে কত পাচ্ছে

চ্যাম্পিয়ন দল: ২ কোটি ৫০ লাখ টাকা।

রানার্সআপ দল: ১ কোটি ৫০ লাখ টাকা।

তৃতীয় দল: ৬০ লাখ টাকা।

চতুর্থ দল: ৪০ লাখ টাকা।

টুর্নামেন্টসেরা: ১০ লাখ টাকা।

ফাইনালসেরা: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা।

সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।

সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর