হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের এই দলের কারণে ভারতীয় বোর্ডের ক্ষতি ৫৩৯ কোটি রুপি

ক্রীড়া ডেস্ক    

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ছবি: ক্রিকইনফো

আইপিএল নিয়ে ঝামেলার কথা শোনা যায় প্রায় সময়ই। কখনো একটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল হয়ে যায়। আবার কখনোবা কোনো এক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলকে নিষিদ্ধ করা হয় সাময়িক সময়ের জন্য। আইপিএলের কারণে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।

আইপিএলের সাবেক দল কোচি টাস্কার্স কেলারাকে প্রায় ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ বিসিসিআইকে দিতে হবে বলে বোম্বে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। যার মধ্যে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে (কেসিপিএল) দিতে হবে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি। আর রেনডেভাস স্পোর্টস ওয়ার্ল্ডকে (আরএসডব্লিউ) বিসিসিআই দেবে ১৫৩ কোটি ৩৪ লাখ রুপি।

যে আরবিট্রেশন হয়েছিল, সেটার বিপক্ষে বিসিসিআইয়ের পাল্টা আবেদন খারিজ করা হয়েছে বলে বিচারপতি রিয়াজ আই চাগলা জানিয়েছেন। চাগলা বলেন, ‘আরবিট্রেশন অ্যাক্টের ধারা ৩৪ অনুযায়ী এই আদালতের সীমিত এখতিয়ার। বিরোধের মূল বিষয়গুলো অনুসন্ধান করতে ৩৪ ধারায় বর্ণিত কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তদন্তে বিসিসিআই যে অসন্তোষ জানিয়েছে, তাতে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি আরবিট্রেশন অ্যাওয়ার্ডের বিপক্ষে।’ বোম্বে উচ্চ আদালত পরশু রাতে দেওয়া এক রায়ে বিসিসিআইকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

কেসিপিএল ও আরএসডব্লিউ-এর যৌথ মালিকানায় কোচি টাস্কার্স কেরালা নামে একটি দল খেলেছিল ২০১১ আইপিএলে। সেই বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছিল বিসিসিআই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি না দিতে পারায় ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিল হয়েছিল। ২০১৫ সালে আরবিট্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ করা হয়েছিল ভারতীয় বোর্ডের বিরুদ্ধে। ১০ বছর আগের সেই ঘটনায় শেষ পর্যন্ত বিসিসিআইয়ের বিরুদ্ধে করা অভিযোগই বহাল রাখলেন বোম্বে উচ্চ আদালত। তবে বোর্ডের কাছে ৬ সপ্তাহ সময় রয়েছে পাল্টা আবেদন করার।

আইপিএল ইতিহাসে কোচি টাস্কার্স কেরালা শুধু ২০১১ সালেই অংশ নিয়েছিল। ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সেবার ৮ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। ১৪ বছর আগের সেই আইপিএলে অংশ নিয়েছিল ১০ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা