হোম > বিজ্ঞান > গবেষণা

যাঁরা দেখতে সুন্দর তাঁরা মাস্ক পরতে চান না: গবেষণা

২০২০ সালে পৃথিবীতে করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যাঁরা নিজেদের সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 

ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষকেরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁরা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন, তাঁরা মাস্ক পরতে আগ্রহী কি না, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তাঁরা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না। 

এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন, তাঁরা মাস্ক পরতে চান না। তাঁরা মনে করেন, মাস্ক পরলে তাঁদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী। 

এনপিআর জানিয়েছে, এ বছরের জানুয়ারির শেষের দিকে ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ওই জার্নালের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, নিজেদের দেখতে সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা চাকরির ইন্টারভিউয়ের সময়েও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান। 

কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা-পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যাঁরা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম।

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

শনির চাঁদে ‘অসম্ভব’ ঘটনা: তেল-জল মিশে যায় সেখানে

মানবমস্তিষ্ক অনুকরণে বাড়বে এআইয়ের দক্ষতা, কমবে বিদ্যুৎ খরচ: গবেষণা

বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রং ছাদের তাপমাত্রা কমাবে ৬ ডিগ্রি পর্যন্ত

গোপনে টিকে থাকার প্রতিরোধ গড়ে তুলেছে এআই: গবেষণা

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

কোয়ান্টাম জগতের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় এনে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী