হোম > বিজ্ঞান

নতুন সৌরজগতের জন্ম মুহূর্ত দেখলেন বিজ্ঞানীরা

আজকের পত্রিকা ডেস্ক­

নবগঠিত সৌরজগৎটি তৈরি হচ্ছে ‘এইচওপিএস-৩১৫’ নামের এক নবীন নক্ষত্রকে ঘিরে। ছবি: ইএসও

প্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে নতুন সৌরজগতের জন্ম হতে দেখেছেন বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা। এটি গ্রহ সৃষ্টি প্রক্রিয়ার এতটাই প্রাথমিক স্তর যে, আগে কখনো এমন দৃশ্য দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকেরা।

এই নবগঠিত সৌরজগৎ তৈরি হচ্ছে ‘এইচওপিএস-৩১৫’ নামের এক নবীন নক্ষত্রকে ঘিরে, যা পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলায় অবস্থিত।

এইচওপিএস-৩১৫ একটি নতুন নক্ষত্র, যার আকৃতি ও বৈশিষ্ট্য অনেকটাই আমাদের সূর্যের প্রাথমিক অবস্থার মতো। এক আন্তর্জাতিক গবেষক দল চিলির মরুভূমিতে অবস্থিত ‘এএলএমএ’ টেলিস্কোপ এবং মহাকাশে থাকা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরাবন্দী করেন।

তাঁরা লক্ষ করেন, এইচওপিএস-৩১৫ ঘিরে গঠিত হতে শুরু করেছে গ্রহ তৈরির উপাদান—গরম খনিজ পদার্থ—যা ধীরে ধীরে কঠিন রূপ নিচ্ছে।

প্রথমে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই খনিজ পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। এরপর গবেষকেরা ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির এএলএমএ টেলিস্কোপ ব্যবহার করে এগুলোর উপস্থিতি নিশ্চিত হন। এই রাসায়নিক সংকেতগুলো আসছে ডিস্কের একটি নির্দিষ্ট অংশ থেকে, যা আমাদের সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্টের সঙ্গে তুলনীয়।

উল্লেখ্য, অ্যাস্টেরয়েড বেল্ট হলো সৌরজগতের একটি অঞ্চল, যেখানে হাজার হাজার পাথুরে বস্তুর (যাদের অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বলা হয়) ঘনত্ব অনেক বেশি। এই অঞ্চল মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝখানে অবস্থিত।

আমাদের সৌরজগতের সূচনালগ্নে কী ঘটেছিল তা বুঝতে এই গবেষণা সহায়ক হবে বলে করেছেন বিজ্ঞানীরা।

গবেষণায় যুক্ত আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের সহগবেষক মেরেল ভ্যান’ট হফ বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা দেখছি, যা আমাদের সৌরজগতের একেবারে শুরুর সময়ের মতো দেখতে।’

নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক মেলিসা ম্যাকক্লুর বলেন, ‘প্রথমবারের মতো আমরা শনাক্ত করতে পেরেছি সেই মুহূর্তটি, যখন কোনো নক্ষত্রকে ঘিরে গ্রহ গঠন শুরু হয়, আমাদের সূর্য ছাড়া অন্য কোনো তারকায়।’

তথ্যসূত্র: বিবিসি

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা