হোম > বিজ্ঞান

স্টারশিপের উৎক্ষেপণ স্থগিত করল স্পেসএক্স

প্রযুক্তি ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।

মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।

মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।

মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা