ঢাকা: বিজ্ঞানীরা এবার ডাইনোসরের নতুন প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছেন। চিলির উত্তরাঞ্চলে পাওয়া কঙ্কাল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
চিলির ভূতত্ত্ববিদ কার্লোস এরেভালো এবং তার দল ডাইনোসরের এই নতুন প্রজাতি জীবাশ্ম আবিষ্কার করেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ক্রিটাসিওয়াজ রিসার্চ জার্নালে প্রকাশ পেয়েছে।
তাঁরা এই কঙ্কাল খুঁজে পেয়েছেন চিলির আটাকামা মরুভূমিতে। আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি।
মরুভূমিতে পাওয়া কঙ্কাল বিশ্লেষণ করে তারা দেখিয়েছেন, ডাইনোসরটি প্রায় ২০ ফুট লম্বা ছিল। এই ডাইনোসরেরা উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত। বিজ্ঞানীরা এই প্রজাতিকে বলছেন টাইটানোসর।
বিজ্ঞানীদের হিসাব মতে, এই টাইটানোসর ৬৬ মিলিয়ন বছর পূর্বে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। এর বৈজ্ঞানিক নাম Arackar licanantay। উল্লেখ্য এর আগে চিলিতে আরও দুই ধরণের ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা।