হোম > বিজ্ঞান

ভয়ের কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিক্রিয়া কমায় বিশেষ স্নায়ু

বিজ্ঞান ডেস্ক

ভয় হচ্ছে এমন একটি প্রতিক্রিয়া যেটি আমাদের বিপদ থেকে সতর্ক এবং রক্ষা করে। কিন্তু যখন ভয়ের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন অবিরত ভয় এবং দুশ্চিন্তাজনিত জটিলতা হয়। তাই স্বাভাবিক মানুষের ভয়ের প্রতিক্রিয়া কীভাবে কমে যায় সেটি যেমন জানা দরকার আবার এটিও জানা দরকার অতিরিক্ত ভয় পেলে সেটা কমানোর জন্য কী ধরনের থেরাপি দেওয়া যেতে পারে। 

মস্তিষ্কের কোথায় ভয় কাজ করে সেটি নিয়ে তথ্য জানা থাকলেও কীভাবে মস্তিষ্কে ভয়ের প্রতিক্রিয়া কমিয়ে ফেলতে হয় তা খুব একটা জানা ছিল না। 

ফ্রেড্রিক মিশার ইনস্টিটিউট ইন বাসেলের গবেষক এনড্রিয়াস রুথি এবং বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টেফানি কিওচ্চি গবেষণা করে দেখিয়েছেন অ্যামিগডালার নিউরোন্যাল মাইক্রোসার্কিট ভয়ের প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। তাঁদের এই গবেষণা অতিরিক্ত ভয়ের কারণ যেমন ব্যাখ্যা করছে পাশাপাশি এ সংক্রান্ত নানা ধরনের থেরাপি বের করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। 

আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ন্যাচার কমিউনিকেশনসে এই বিজ্ঞানী দ্বয় এবং তাঁদের দলের গবেষণা তথ্য ছাপা হয়েছে। অ্যামিগডালার কার্যক্রমের গভীরে যেতে সাহায্য করবে এই গবেষণা। অ্যামিগডালার ভেতরে সুনির্দিষ্টভাবে নিউরোন্যাল মাইক্রোসার্কিট পর্যবেক্ষণ করা অবশ্যই বিশেষ অর্জন। বার্ন বিশ্ববিদ্যালয়, সুইচ ন্যাশনাল সায়েন্স ফেডারেশন এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল এই গবেষণা কার্যক্রমের অর্থায়ন সহায়তা দিয়েছে।  
 

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী