হোম > বিজ্ঞান

মানুষ কেন সাঁতার কাটা বা সাইকেল চালানো কখনো ভোলে না

মানুষের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা মূলত এক ধরনের স্মৃতি। এর মধ্যে সাইকেল চালানোও একটি। একবার সাইকেল চালানো শিখে গেলে তা আর কখনো মানুষ ভোলে না। এমনকি দীর্ঘদিন সাইকেলের দেখা না পেলেও।

এই ধরনের দক্ষতাকে স্নায়ুবিশারদেরা ‘প্রোসেডিউরাল মেমোরি’ বা প্রক্রিয়াগত স্মৃতি নামে অভিহিত করেন। এ ধরনের স্মৃতিকে সাধারণত ‘মাসল মেমোরি’ বলা হয়। এটি মাংসপেশির সংকোচন–প্রসারণের নির্দিষ্ট ছন্দ মস্তিষ্কে গেঁথে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।

মানুষ সচেতনভাবে এ ধরনের স্মৃতি ধারণ করে না এবং এটি দীর্ঘমেয়াদি স্মৃতি। এ ধরনের স্মৃতির কল্যাণেই মানুষ চিন্তা না করেই অবচেতন মনে অনেক কিছু সঠিকভাবে বা দক্ষতার সঙ্গে করতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ সচেতনতার কোনো সম্পর্ক নেই।

হাত দিয়ে লেখা, সাঁতার কাটা, গাড়ি চালানো বা জুতার ফিতা বাঁধার মতো কাজও মানুষের মনে এমনভাবে গেঁথে যায়। এই কাজগুলো একবার শিখে গেলে পরবর্তীতে সেটি করার জন্য আর আলাদাভাবে ভাবতে হয় না বা প্রত্যেকটি নড়াচড়ার জন্য সেভাবে সচেতন থাকার প্রয়োজন হয় না।

তবে, ‘প্রোসেডিউরাল মেমোরি’ কেন অন্য স্মৃতিগুলোর মতো নয়, কেন এ ধরনের স্মৃতি মানুষ ভোলে না—   সেটি এখনো ব্যাখ্যা করতে পারেননি বিজ্ঞানীরা।

অনেকে ধারণা করেন, মস্তিষ্কের নির্দিষ্ট কোন স্থানে এসব স্মৃতি সঞ্চিত থাকে সেটির সঙ্গে এর স্থায়ীত্বের সম্পর্ক থাকতেও পারে। মস্তিষ্কের তুলনামূলকভাবে সুরক্ষিত, যেখানে অন্য স্মৃতি প্রতিস্থাপিত হয় না এমন স্থানে এ ধরনের স্মৃতি সঞ্চিত থাকে বলে ধারণা করা হয়।

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রস্রাব থেকে তৈরি প্রোটিন পাউডার হবে নভোচারীদের খাবার