হোম > বিজ্ঞান

৫০ বছর পর চাঁদের সবচেয়ে কাছে মহাকাশযান

চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করেছে আর্টেমিস-১–এর মাধ্যমে পাঠানো ওরিয়ন লুনার স্পেসক্রাফট। বৃহত্তর কক্ষপথে প্রবেশের আগে চন্দ্রপৃষ্ঠের ১৩০ কিলোমিটার ওপরে অবস্থান করে ওরিয়ন ক্যাপসুলটি। এই সময় মহাকাশযানটির সঙ্গে গ্রিনিচ মান সময় ১২টা ৪৪ মিনিট থেকে ৩৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

আর্টেমিস টিম অধীর আগ্রহে মহাকাশ যানটি থেকে সংকেতের অপেক্ষা করছিল। বলা হচ্ছে, এই মিশন নাসার প্রত্যাশার চেয়ে সফল হয়েছে। নাসার ফ্লাইট পরিচালক জেবুলন স্কোভিল বলেন, ‘আমরা অনেক দিন ধরে এমন একটি মুহূর্তের স্বপ্ন দেখছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ বহনে উপযুক্ত দ্বিতীয় যান আমরা চাঁদে পাঠাতে সক্ষম হয়েছি। কয়েক বছরের মধ্যেই এটি মানুষকে চাঁদের বুকে অবতরণ করাবে। এটি মহাকাশ গবেষণায় নতুন গতি আনবে।’ 

স্পেসক্রাফটটি অ্যাপোলো ১১,১২ এবং ১৪ এর অবতরণের স্থানগুলোর জুম করা ছবি পাঠিয়েছে। এরই মধ্যে আরও প্রয়োজনীয় তথ্য এবং ফুটেজ পাঠাতে শুরু করেছে। নাসার ইতিহাসে এই প্রথম কোনো মহাকাশ যান চাঁদের সবচেয়ে কাছে পৌঁছেছে। অ্যাপোলো ১৭–এর ৫০ বছর পর চাঁদের সবচেয়ে কাছে গেল নাসার মহাকাশযান। 

আগামী ২৬ নভেম্বর ওরিয়ন স্পেসক্রাফটি পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছানোর রেকর্ড গড়বে। এর আগে অ্যাপোলো ১৩ পৃথিবী থেকে ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরে পৌঁছেছিল। দুই দিন পর ওরিয়ন পৃথিবী থেকে ৪ লাখ ৩০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করবে। এর আগে মানুষ বহনে সক্ষম কোনো মহাকাশযান এত দূরে ভ্রমণ করেনি।

এরপর ক্যাপসুলটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে। আগামী ১১ ডিসেম্বর এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করার কথা। 

এই যাত্রাটি মূলত পরীক্ষামূলক। তবে স্পেসক্রাফটের ভেতর মোট তিনটি মানবদেহের মডেল রাখা আছে। যেগুলোতে হাজার হাজার সেন্সর যুক্ত। যেগুলোর মাধ্যমে পুরো ফ্লাইটে শরীরের ওপর কীরূপ প্রভাব পড়তে পারে তা যাচাই করে দেখা হবে।  

নাসার মহাকাশচারী জেনা কার্ডম্যান বলেন, ‘সেন্সরগুলোর মাধ্যমে আমরা ধারণা পাব পুরো যাত্রা পথ মানুষের জন্য উপযুক্ত কি না। রেডিয়েশন সেন্সর, মোশন সেন্সর, এক্সেলেরোমিটারের মতো গুরুত্বপূর্ণ সেন্সরগুলো মানবদেহের মডেলগুলোতে যুক্ত আছে। চাঁদের পথে মহাকাশযানে মানুষ বহনের জন্য এই তথ্য অনেক গুরুত্বপূর্ণ।’ 

তিনি আরও বলেন, ‘এই যাত্রাটি সফল হলে মহাকাশচারীরা পরের যাত্রায় যুক্ত হবেন। দ্বিতীয় যাত্রায় মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করবেন। পরবর্তীতে চাঁদের বুকে অবতরণ করবেন প্রথম নারী এবং প্রথম অশ্বেতাঙ্গ মহাকাশচারী।’ 

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা