হোম > বিজ্ঞান

২০৩০ সালের মধ্যেই চাঁদে বসতি গড়বে মানুষ: নাসা 

চলতি দশকেই মানুষ লম্বা সময়ের জন্য চাঁদে অবস্থান করতে পারবে বলে আশা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘ওরিয়ন লুনার স্পেসক্রাফট’ প্রোগ্রামের নেতৃত্বে থাকা হাওয়ার্ড হু বিবিসিকে বলেছেন, ‘বৈজ্ঞানিক মিশন ভালোভাবে পরিচালনার জন্য চাঁদে বাসস্থানের প্রয়োজন।’ 

গত ১৬ নভেম্বর ‘ওরিয়ন’ লুনার স্পেসক্রাফট নিয়ে মহাকাশ যাত্রা শুরু করেছে আর্টেমিস ১। ওরিয়ন স্পেসক্রাফটের ভেতর একটি মানবদেহের মডেল রাখা আছে। যার মাধ্যমে পুরো ফ্লাইটে শরীরের ওপর কীরূপ প্রভাব পড়তে পারে তা যাচাই করে দেখা হবে। 

হাওয়ার্ড হু বলেন, ‘গভীরভাবে দীর্ঘস্থায়ী মহাকাশ অন্বেষণে এটা আমাদের প্রথম পদক্ষেপ। এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবীর স্বার্থেই করা হচ্ছে। আমি মনে করি, এটি শুধু যে নাসার জন্য একটি ঐতিহাসিক দিন তা নয়, এটি তাঁদের জন্যও একটি ঐতিহাসিক দিন যারা মানুষের মহাকাশযাত্রা এবং গভীরভাবে মহাকাশ অন্বেষণকে ভালোবাসেন।’ 

হাওয়ার্ড হু আরও বলেন, চাঁদে আবার যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর এই একমাত্র উপগ্রহটির দক্ষিণ মেরুতে পানি আছে কি না তা পর্যবেক্ষণ করা। তাহলে সেই পানিকে জ্বালানিতে রূপান্তর করে মহাকাশযানগুলোতে সরবরাহের ব্যবস্থা করে মহাশূন্যের আরও গভীরে যাত্রা করা সম্ভব হবে।’ 

‘আর্টেমিস-১’ প্রকল্পটি মানুষবিহীন মহাকাশযান নিয়ে চাঁদে পরীক্ষামূলক এক মিশন। ফ্লোরিডায় অবস্থিত নাসার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু করে আর্টেমিস-১। এটি চাঁদের মার্কিন মহাকাশযানের চতুর্থ যাত্রা। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ এর সফল চন্দ্রাভিযানের ৫০ বছর পর ফের কোনো চন্দ্রযান চাঁদের অবতরণ করতে যাচ্ছে। 

সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি