হোম > রাজনীতি

মানুষ সব মনে রাখে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ‘এই সরকারের কয়েকজন মন্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও বিদ্রুপাত্নক কথা বলছেন যেটা কখনই শোভনীয় নয়’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন আচরণ না করার জন্য সেসব মন্ত্রীদের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, ‘শুধুমাত্র আপনারা ক্ষমতায় থাকার জন্য তাঁকে অন্তরীণ করে রেখেছেন। নেত্রীকে নিয়ে কথা বলার সময় দয়া করে শালীনতা বজায় রাখুন, শিষ্টাচার বজায় রেখে কথা বলুন। এই দিনই শেষ দিন নয়। মানুষ সব মনে রাখে।’

রোববার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করোনামুক্ত হওয়ারও খবর দেন তিনি।

খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ‘রোববার চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছেন, খালেদা জিয়ার সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে। তবে তাঁর এখন যে ধরনের চিকিৎসা চলছে, তা সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ছাড়া সম্ভব নয়।'

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার আগের সমস্যাগুলো বেড়েছে। মেডিকেল বোর্ড সার্বক্ষনিকভাবে তাঁর খোঁজ খবর রাখছেন ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা দেওয়ারও খবর দেন মির্জা ফখরুল। তিনি বলেন, অসুস্থ বোধ করায় শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। আশা করছি কিছু হবে না।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩ মে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ