হোম > রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনে যাব: জামায়াতের নায়েবে আমির

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য দেন মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই আমরা নির্বাচনে যাব। কোনো ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেব না। ভোটকেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। জামায়াত এ দেশের মানুষকে কল্যাণরাষ্ট্র উপহার দেবে।’

আজ বৃহস্পতিবার নেত্রকোনায় জেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন। শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে পুরো জেলা থেকে ছয় শতাধিক পুরুষ ও নারী অংশ নেন।

জামায়াত নেতা বলেন, অতীতের সব সরকারই ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। এখন মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে রয়েছে।

নায়েবে আমির বলেন, ‘এ দেশের সব মানুষের ভোটের মূল্যায়ন করার জন্য উত্তম পদ্ধতি হলো পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব)। আমরা চাই যে এক পার্সেন্ট ভোট পাবে, তারও ভোটের মূল্যায়ন হোক। কেউ ২৫ পার্সেন্ট ভোট পেল, অন্যরা ২৪ বা ২৩ পার্সেন্ট পেলেও তারা সরকারে কোনো ভূমিকা রাখতে পারে না। ৭৫ পার্সেন্ট ভোটারের ভোট নষ্ট হয়।’

দেশ স্বাধীনতার ৫৩ বছর পার করলেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন মুজিবুর রহমান।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ রুকন সম্মেলন হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি মাছুম মোস্তফা, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাসিম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা