হোম > রাজনীতি

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ছাড়েন খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় আজ সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছান তাঁরা। এরপর বিমানবন্দর থেকে খন্দকার মোশাররফকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিভাগের প্রফেসর ইয়েও শ্যানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার হোসেন ও দুই ছেলে রয়েছেন।

২০২৩ সালের ১৬ জুন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এরপর ২৭ জুন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুই মাসের বেশি সময় সেখানে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাঁকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে আবার রক্তক্ষরণ হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবারও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো তাঁকে।

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম