হোম > রাজনীতি

জেলখানায় সারা দিন লেখালেখি করতেন ব্যারিস্টার মওদুদ আহমদ: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বিরাজমান সংকটে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে স্মরণ করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতায় যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, ব্যারিস্টার মওদুদ আহমদ নিঃসন্দহে তাঁদের মধ্যে অন্যতম।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ‘ডিমাইজ অব ডেমোক্রেসি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, মওদুদ আহমদ আন্তরিকতার সঙ্গে ইতিহাসচর্চার কাজটা করতেন। তিনি এ দেশের রাজনীতিতে সত্যিই একজন বিচিত্রধর্মী পুরুষ। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা ও সত্তা ছিলেন।

মওদুদ আহমদের স্মৃতিচারণা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘২০১২ সালে যখন আমরা ১৭ জন প্রথম জেলে গেলাম, তখন দেখলাম, মওদুদ আহমদ দ্রুতগতিতে ডিভিশন সেলের দিকে এগোচ্ছেন। পাশে থাকা আমানউল্লাহ আমানকে জিজ্ঞেস করলাম, ব্যারিস্টার মওদুদ এত দ্রুত যাচ্ছেন কেন? আমাকে বললেন, আপনি জানেন না। ওখানে একটা রুম আছে, রুম নম্বর ওয়ান। উনি যত দিন জেলে থাকবেন, সেখানে লেখার কাজে পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন। ১০ থেকে ১২ দিন ওই জেলে ছিলাম। দেখেছি, উনি খুব সকালে ঘুম থেকে উঠে লিখতে বসে যেতেন। উনি সারা দিন লিখতেন। শুধু খাওয়ার সময় একটু বেরিয়ে আসতেন।’

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ