ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনা ও করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে আন্দোলন-সংগ্রাম দমন করতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকার কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আবদুল কাদেরের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বিএনপি, হেফাজতসহ বিভিন্ন সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।'