করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় পার্টি (জাপা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নজরুল ইসলাম সোনা।
শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নজরুল ইসলাম সোনা'র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এক শোকবার্তায় মৃতের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, নজরুল ইসলাম সোনা অত্যন্ত বিনয়ী, সদালাপী, পরিশ্রমী সাংগঠনিক নেতা ছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টি শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শবান সংগঠককে হারালাম।
আরেক শোকবার্তায় জাপার মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।