নিজস্ব প্রতিবেদক
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ দলীয় বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনা করতে আজ বিকালে সভায় বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাঁরা ভার্চুয়ালি এ সভায় মিলিত হবেন। বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন। বিকেল ৪টার দিকে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এক সপ্তাহের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির এটি দ্বিতীয় সভা। এর আগে গত শনিবার বিকেলে স্থায়ী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের শনিবার বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সভা হয়।