হোম > রাজনীতি

সরকার পতনে জোট বাঁধার আহ্বান ফখরুলের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভক্তি ভুলে সরকার পতনে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে শুধু আমাদের জন্যে নয়, বিএনপির জন্যে নয়; যদি দেশকে বাঁচাতে হয়, জনগণকে তাঁর অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, বাঁচার অধিকার, কাজের অধিকারকে ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জোট বাঁধতে হবে।’ 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভক্তি নয়, নিজেদের মধ্যকার ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। জনগণকে নিয়ে আজকে আমাদের অবশ্যেই রুখে দাঁড়াতে হবে। গণ আন্দোলন আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। 

আওয়ামী লীগ ‘লুটপাট সমিতিতে’ পরিণত হয়েছে-এমন মন্তব্য করে ফখরুল বলেন, এমন একটা জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। দেশ একটা লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। ‍সব জায়গায় দুর্নীতি হচ্ছে। মেগা প্রকল্পে মেগা লুটপাট চলছে। তাঁর অভিযোগ, সরকার হাজার হাজার কোটি টাকা লুট করছে, বিদেশে পাচার করছে। অথচ সেখানে কিছু হয় না। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছে। 

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, সব স্তরে দলীয়করণের ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এইভাবে পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। 

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ