বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ন্যূনতম ভোটের অধিকার হরণ করা হয়েছে। আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আজকে ভিন্ন মত পোষণকারীরা এখানে নানাভাবে নির্যাতিত-নিপীড়িত হচ্ছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে খ্যাতিমান বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় প্রয়াত বৌদ্ধ নেতার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন মির্জা ফখরুল। একই সঙ্গে বাংলাদেশকে শান্তিময় করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে ফখরুল বলেন, ‘মানুষ যেন তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পায়, বেঁচে থাকার অধিকার ফিরে পায়, সেই প্রার্থনাই আমরা করব।’
দেশকে এগিয়ে নিতে ইস্পাতকঠিন ঐক্য গড়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিভাজনের রাজনীতি আমরা করি না। আমরা ঐক্যের রাজনীতি করি। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে সকল বাংলাদেশিদের একটা ইস্পাতকঠিন ঐক্য দরকার।’
শ্রদ্ধা নিবেদন শেষে জনগণের ভয়ে সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে হামলার অভিযোগ এনে আমীর খসরু বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জনগণকে বাইরে রেখে ক্ষমতায় গেছে। জনগণকে বাইরে রেখে দেশ চালাচ্ছে এবং ক্ষমতায় থাকতে চাচ্ছে। জনগণের সম্পৃক্ততা তাদের জন্য একটা বড় ভয়ের কারণ।’
হামলার নিন্দা জানিয়ে খসরু বলেন, ‘এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। যে অধিকার সংবিধান দিয়েছে, তারা সেটা হতে দিচ্ছে না। কারণ, তারা জনগণকে ভয় পায়। জনগণ দেখলে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে, তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হয়। কারণ, যারা জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে, তাদের জনগণকে ভয় পাওয়াটাই স্বাভাবিক।’