হোম > রাজনীতি

দুর্বার সংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর কাছে বিএনপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ ও গণতন্ত্র উদ্ধার করতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই। এ লক্ষ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। 

আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘২৭ ফেব্রুয়ারি ১৯৯১: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের রোল মডেল’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি এই আলোচনার আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে, এই দেশে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয়, তাহলে কখনই সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না। জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার গঠন হবে না। জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান হবে না। গণতান্ত্রিক একটা সমাজ, একটা রাষ্ট্র নির্মিত হবে না।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংকট থেকে মুক্তি পেতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নাই। দুর্বার সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। তাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’ 

সভাপতির ভাষণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেকারণে এই সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। এই অবস্থায় আমাদের আন্দোলনের বিকল্প নাই। এই সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা আমাদের পবিত্র কর্তব্য পালনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ 

আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ বক্তব্য রাখেন। 

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই অংশের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা