সাধারণত আমাদের বাড়ির পাশে সব সময় পুলিশ থাকে। শুক্রবার ভোরের দিকে কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে ঢুকে মির্জা আব্বাসকে বলেন, স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে—এই বলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
আজ শুক্রবার ভোরে সাংবাদিকদের এসব কথা বলেন আফরোজা আব্বাস।
আফরোজা আব্বাস বলেন, ‘মাঠ পরিদর্শন শেষে মির্জা আব্বাস বাসায় ফিরেছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু ও আহমেদ আজম খানসহ বেশ কয়েকজন নেতা। তাঁরা কথা বলছিলেন। কিছুক্ষণ পরে দলের নেতারা চলে যান। আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত সোয়া ৩টার দিকে আব্বাস আমাকে ডেকে বললেন, পুলিশের লোকজন আমাকে নিতে এসেছে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয়।’
কেন মির্জা আব্বাসকে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন, ‘ওনাকে নিয়ে যাব, ওনার সাথে কথা আছে। এরপর আবার দিয়ে যাব।’ তখন আমি বললাম, ‘দিয়ে যাবেন তাহলে এখানেই কথা বলেন।’ উত্তরে তাঁরা বলেন, ‘না আমাদের অফিসে নিয়ে যেতে হবে। কথা বলব ওনার সাথে। যেতেই হবে।’
মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে আফরোজা বলেন, ‘ভয় দেখানোর জন্য এসব করা হচ্ছে। তবে ভয় দেখানোর আর কিছু নাই। ভয় পাওয়ারও কিছু নাই। কারণ বিএনপির নেতা-কর্মীরা আর ভয় পায় না।’
আফরোজা আব্বাস বলেন, ‘মির্জা আব্বাসের সব মামলায় জামিন আছে। এই গভর্নমেন্ট তো যা ইচ্ছে তাই করতে পারে। নতুন মামলা ক্রিয়েট করেও দেখাতে পারে। আমরা কোনো কিছুই ট্রাস্ট করি না। সব সম্ভব ওদের পক্ষে।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।
শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।