হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাব??’—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে এমন কথা আশা করা যায় না।’ 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘যেই নেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজ উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এখন টাকা ও পেশিশক্তি ছাড়া কোনো কিছুই কাজ করছে না। কোনো শুভ সুন্দর বলে কিছু নেই। ফ্যাসিবাদ এমনভাবে কাজ করছে, মানুষ কথা বলতে পারছে না। দমবন্ধ করা পরিবেশ বিরাজ করছে। একটি কঠিন সময় পার করছি। তবে বিশ্বাস করি, এই অশুভ অন্ধকার কেটে যাবে। নতুন সূর্যের উদয় হবে। অবশ্যই খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’ 

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের ঐক্য সবচেয়ে বেশি দরকার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দানব সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ