হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করুন, বিএনপিকে নওফেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা না করে আমাদের সঙ্গে আলোচনা করুন।’

আজ মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে চা খেতে খেতে আলোচনা করুন। সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নিন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কেউ নির্বাচনে না এলেও নির্বাচন হবে।’ 

আগামী নির্বাচন সামনে রেখে যারা দেশের সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে, তাদের দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

মুহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ‘শেখ রাসেল একটি অদৃশ্য আদর্শিক অবস্থান, যা প্রগতিশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণদের মধ্যে এই চেতনা কাজ করেছে।’ 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। এটা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আমরা যেন একটি অসাম্প্রদায়িক, কল্যাণমূলক, গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে পারি, সেটি নিশ্চিত করতে হবে।’

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের সামান্য ঘটনাকে তিলকে তাল হিসেবে প্রচার করা হচ্ছে। দু-একজন ব্যক্তিগতভাবে সংগঠনকে ব্যবহার করার চেষ্টা করছে।’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ

বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৯ বছর পর বাবার সমাধিস্থলে যাচ্ছেন তারেক রহমান

খবর সত্য হলে এনসিপির জোটে থাকবে না রাষ্ট্র সংস্কার আন্দোলন

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান: দর্শনার্থী প্রবেশ বন্ধ, বাইরে নেতা-কর্মীর ভিড়