হোম > রাজনীতি

আওয়ামী লীগের নিশ্চিত পতন দেখছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই দাবি করে তাদের নিশ্চিত পতন দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা কিছুদিন একটা স্বৈরশাসন চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু তাদের অনিবার্য পরিণতি হলো পতন, নিশ্চিত পতন।’ 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। পূর্বঘোষণা অনুযায়ী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও একই কর্মসূচি পালন করছে।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এবং তাদের লোকেরা ছাড়া কেউ নাই এই নির্বাচনে। যেখানে একদলীয় নির্বাচন হচ্ছে, সেটা তো কোনো নির্বাচন না। কাজেই নির্বাচন হচ্ছে না। এই যে অবৈধ নির্বাচন, নির্বাচনের খেলা, এই খেলা খেলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের নামে যে খেলা, যে প্রহসন, এটা বর্জন করুন।’ 

নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। কারণ যাকেই ভোট দেবেন, আওয়ামী লীগই জিতবে। হয় তার দলের প্রার্থী, না হয় তার দলের বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী কিংবা দলের সমর্থক কোনো দলের প্রার্থী। 

নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। কারণ জনগণ জানে এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো অর্থ হয় না।

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ