বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জোর করে ক্ষমতায় থাকার জন্য খুন-গুমের মতো জঘন্য অমানবিক কাজ করে যাচ্ছে সরকার। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশকে ভয়াবহ একটা নরকে পরিণত করেছে। কিন্তু তাদের কোনো বোধোদয় হচ্ছে না।’
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পুলিশ-র্যাব কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিএনপির সদস্য ও হেল্প সেলের উদ্যোক্তা তানভীর আহমেদ রবিন।
গুম হওয়া ব্যক্তিদের পরিবার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গুমের শিকার পরিবারগুলো মানসিক যন্ত্রণার পাশাপাশি আর্থিকভাবেও কষ্টে আছে। অনেক পরিবারে শিশুদের স্কুল, চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমরা এদের জন্য একটা তহবিল গঠন করব।’
তিনি বলেন, ‘এই অন্ধকার কেটে যাবে। মানুষ জেগে উঠেছে। আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের জন্য জনগণই তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।’
অনুষ্ঠানে ইলিয়াস আলীর সহধর্মিণী ফাহমিদা রুশদী লুনা বলেন, ‘সরকার আমার স্বামীসহ বিএনপি নেতৃত্বকে গুম-খুন করেছে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য।’ তিনি বলেন, সরকার পরিবেশ দিবস, পানি দিবস পালন করে, কিন্তু গুম দিবস পালন করে না। কারণ তারা গুমের সঙ্গে জড়িত। গুমের প্রসঙ্গ এলে তারা এড়িয়ে যায়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকার গুম হওয়া ব্যক্তিদের নিয়ে হাসি-তামাশা করেছে। শেখ হাসিনা তাঁর বাবার জন্য কাঁদেন, কিন্তু তিনিই আবার অন্য সন্তানদের বাবা-মাহারা করছেন। তিনি বলেন, ‘এই সরকার থাকলে আমরাও বাঁচব না। তাই কাফনের কাপড় পরে গুলি খাওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।’
অনুষ্ঠানে গুম হওয়া পরিবারের সদস্যরা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।