আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাকিস্তানের টিক্কা খান ও নিয়াজীর মতো করে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘সারা দেশে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কাউকে আপনারা (ওবায়দুল কাদের) রেহাই দিচ্ছেন না। আর মুচকি মুচকি হাসি দেন, অট্টহাসি দেন. . ওবায়দুল কাদের সাহেব যে, কোথায় বিএনপির নেতারা। আর গুহা থেকে নাকি আমরা প্রেস বিফ্রিং করি। এই ধরণের কথা তো টিক্কা খানেরাও বলতেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনায় রিজভী আরও বলেন, ‘অপারেশন সার্চ লাইট যখন তারা (পাকিস্তানি) করল ২৫ মার্চ, করার পরে তারা যখন দখল নিয়ে নিলো... তখন দেশের লোক তো আর প্রতিবাদ করতে পারেনি সামনা-সামনি। তাদের সরে যেতে হয়েছে নিজের বাসা থেকে, বাড়ি থেকে, গ্রামে যেতে হয়েছে, নাহলে দেশের সীমানা পার হতে হয়েছে। যখন এই টিক্কা খানেরা, নিয়াজীরা তারা ঠিক একই ধরনের কথা বলেছে... মুক্তিযোদ্ধাদের তারা দুষ্কৃতকারী বলেছে। আজকে ঠিক একই ধরনের ভাষা ব্যবহার করছেন ওবায়দুল কাদের সাহেব...যে কোথায় বিএনপি নেতারা?...গুহা থেকে প্রেস ব্রিফিং করছে।’
বর্তমান পরিস্থিতিকে একাত্তর সালের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, ‘একাত্তরে যে পরিস্থিতি বিরাজমান ছিল, এখন সেই একইরকম পরিস্থিতি বিরাজমান রয়েছে। আজকে টিক্কা খানের ভূমিকা অবলম্বন করেছেন, নিয়াজীর ভূমিকা অবলম্বন করেছেন ওবায়দুল কাদের সাহেবেরা এবং সেই ভূমিকা দিয়েই বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করছে, সারা বাংলাদেশকে বিরোধী দল শূন্য, বিএনপি শূন্য করার তারা প্রক্রিয়া নিয়ে এগোচ্ছেন। তারা (সরকার) নিশ্চুপ নিস্তব্ধ একটি পরিবেশে নির্বাচনের নামে একটা তামাশা করবেন।’