হোম > রাজনীতি

নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

মঈন খান বলেন, ‘আজ নির্বাচনের নামে কী হচ্ছে? এটা একটা যাত্রা; যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এই যাত্রার সং যাঁরা নির্বাচন পরিচালনা করছেন তাঁরা।’ তিনি আরও বলেন, ‘মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা সবাই জানে। সরকারও জানে। এ কারণে নির্বাচনের নামে নাটক সাজানো হয়েছে।’ 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকার আজ নির্বাচনের খেলায় নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১০ শতাংশ ভোটও পাবে না। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি-ধমকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তাদের ভেতরে-ভেতরে ভয়ে আছে।’  

জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মঈন খান বলেন, ‘আপনারা কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। পাতানো নির্বাচন ইতিমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কত ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পড়বে, তা তৈরি আছে। কম্পিউটারে টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে। তাই নির্বাচন বর্জনের পাশাপাশি এই সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে হবে।’

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান