হোম > রাজনীতি

টিকা নিয়ে অনিশ্চয়তা সরকারেরই ব্যর্থতা: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গোটা জাতিকে আজ বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়ার কারণ এখন আর টিকা নেই। অথচ এখন পর্যন্ত মাত্র ৬০ লাখ মানুষ টিকা পেয়েছে। প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের সবাই দ্বিতীয় ডোজ পাবেন কিনা সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

করোনার টিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেখানে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিয়ে হার্ড ইমিউনিটি আনা প্রয়োজন, সেখানে আজকে শুধু সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি এবং তাদের মুনাফা করার যে মানসিকতা, নিজেদের লোকদেরকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা জাতিকে বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই আজকে সরকারের পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, শুধু ভারত থেকে ভ্যাকসিন না এনে অন্য দেশের সাথেও আমরা যোগাযোগ করতে বলেছিলাম। সরকার আমাদের কথায় কর্ণপাতই করেনি। শুধু ভারতের কাছ থেকে, একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সেরামের ভ্যাকসিন সংগ্রহের যে ব্যবস্থা করা হয়েছিল তা এখন ভেঙ্গে পড়েছে।

এদিকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তার নামে অসত্য সংবাদ প্রচারের অভিযোগও করেছেন বিএনপি মহাসচিব। এর পেছনে পুরোাপুরিভাবে সরকারের মদত রয়েছে বলেও তার অভিযোগ। 

বিএনপি মহাসচিব বলেন, আমার নাম দিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও এরকম ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আমরা মনে করি, এই বিষয়ের সাথে পুরোাপুরিভাবে সরকারের মদদ রয়েছে। তাদের মদতেই দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ