হোম > রাজনীতি

কটূক্তির সত্যতা পেলে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির প্রমাণ পেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। তাঁর এই কটূক্তি রেকর্ডের চুলচেরা বিশ্লেষণ করছে দল।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, মেয়র জাহাঙ্গীরের কটূক্তির বিষয়টি সত্য হলে এটি অবশ্যই ন্যক্কারজনক ঘটনা। তবে বর্তমান সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের, নানা রকম বিভ্রান্তিকর বিষয় ছড়িয়ে পড়ে, যা সহজে ভাইরাল হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো অসত্য হিসেবে প্রমাণিত হয়। তা ছাড়া মেয়র নিজেও এটাকে জোড়া লাগানো বিকৃত বক্তব্য বলে দাবি করেছেন।

দলটির সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, `জাহাঙ্গীর দেশের বাইর থেকে এসে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন, এগুলো মিথ্যা ও বানোয়াট। আমি তাঁকে বলেছি, সেটা তুমি প্রমাণ করো।' ওই নেতা আরও বলেন, `মুক্তিযুদ্ধের মীমাংসিত একটি ইস্যুকে ন্যক্কারজনকভাবে আলোচনায় নিয়ে আসার ঘটনা সত্য হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে অবহিত করে বিষয়টির সুরাহা করা হবে। নেত্রী ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে অবহিত হয়েছেন, কিন্তু কোনো নির্দেশনা দেননি।'

আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আমরা সত্য বা অসত্য কোনোটাই এখনো ধরে নিচ্ছি না। জাহাঙ্গীরের দাবি অনুযায়ী তাঁকেই মিথ্যা প্রমাণ করতে হবে।’

জাহাঙ্গীর আলম গতকাল শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘দলের শীর্ষ নেতারা আমার কাছে যদি কিছু জানতে চান, তাহলে আমি উত্তর দেব। আমি মনে করি, আমার শত্রুপক্ষ গাজীপুরের উন্নয়ন দেখে হিংসার বশবর্তী হয়ে এ ধরনের অপপ্রচার করছে।’

মেয়র জাহাঙ্গীর আলমের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা জাহাঙ্গীরের শাস্তির দাবিতে গত বুধবার থেকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল টঙ্গী ও চেরাগ আলী এলাকায় বিক্ষোভ করেন সংক্ষুব্ধরা। এ সময় তাঁরা মেয়রকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বহিষ্কারের দাবি করে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীদের বক্তব্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যকারী মেয়রের বহিষ্কার চান তাঁরা।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান আজকের পত্রিকাকে বলেন, বক্তব্য তো তাঁর। আওয়ামী লীগ পরিবারের কোনো লোক তাঁর সঙ্গে সামাজিক সম্পর্কও রাখবেন না। তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল এটা মিথ্যা প্রমাণ করার জন্য। কিন্তু এখন তিনি একেক সময় একেক কথা বলছেন। তিনি বলেন, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যাকে গাণিতিকভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিষয়টি আমি দেখব। যদি সেটা বলে থাকে তা অবান্তর ও বাজে কথা। জাতির পিতাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নেই।’ 

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির তাজনূভা, ১৮-তে নাসীর

মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে: জোনায়েদ সাকি

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

জিয়াউর রহমান সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতায় সর্বাধিক সুরক্ষা দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের সময়: মাহদী আমিন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত: জামায়াত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ভয়ংকর: নোয়াবের সভায় বক্তারা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান