হোম > রাজনীতি

লোডশেডিং সরকারের ভঙ্গুর অবস্থা প্রমাণ করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে চলা ভয়াবহ লোডশেডিংয়ের জন্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতিকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এটি সরকারের ভঙ্গুর অবস্থাকে প্রমাণ করেছে। 

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করা আর নিজেদের পকেট ভারী করা, বাইরে বাড়ি করা। আজকের এই অবস্থা প্রমাণ করে যে, তাদের (সরকার) সবই ভঙ্গুর অবস্থা। 

বিএনপির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা তো নির্ভর করবে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে কি না। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে স্বর্গ থেকে কমিশনার আনলেও ভোট সুষ্ঠু হবে না।’ 

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হলেই কেবল বিএনপির অংশগ্রহণ দৃশ্যমান হবে, নয়তো সম্ভব নয়। 

এ প্রসঙ্গে ফখরুল আরও বলেন, বিশ্ব জনমত বাংলাদেশে সবার অংশগ্রহণে নির্বাচন চায়, তবে এটা সরকারের সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে। 

পদ্মা সেতু নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণের আস্থা অর্জনের দাবি প্রসঙ্গে ফখরুল বলেন, হাজারটা পদ্মা সেতু করেও জনগণের আস্থা অর্জন করতে পারবে না আওয়ামী লীগ সরকার। 

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ