হোম > রাজনীতি

এই অসুরকে বধ করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘অসুর’ আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মির্জা ফখরুল বলেন, ‘এই দেশটা সবার। বাংলাদেশিদের এই দেশ। এই দেশের মাটিকে কলুষিত হতে দেব না। এই দেশকে মুক্ত করব এই দেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান সবাইকে মুক্ত করব। বিশ্বাস করি জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে, সবার সহযোগিতায় মধ্যে দিয়ে এই যে দানব, অসুরিও শক্তি, এই অসুরকে অবশ্যই বধ করতে হবে।’ 

বিএনপি মহাসচিব তার বক্তব্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় দেশের বিরাজমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। তার দাবি ক্ষমতাসীনদের মদদ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার দাঙ্গা-হাঙ্গামা সম্ভব নয়। আওয়ামী লীগ ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন রকম অপকৌশল নিতে শুরু করেছে। এসব ঘটনা তারই একটা প্রমাণ। 

সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে অভিযোগ করে ফখরুল বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির দিকে আঙুল তুলেছেন, দায়ী করেছেন। আজকে প্রত্যেকটি ঘটনার সঙ্গে বিএনপির নেতা কর্মীকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকটি জায়গাতেই মামলাগুলো করা হচ্ছে বিএনপি নেতাদের নামে। এর উদ্দেশ্য একটাই। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অতীতে তারা যে অস্ত্র ব্যবহার করেছে, এখনো তাই করছে। আওয়ামী লীগ যে পরিবেশ তৈরি করছে, তাতে শুধু প্রতিহিংসা আর বিভাজন। 

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলে অতীতে আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজকে আবারও গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসনের দিকে যাচ্ছে। এখানে তারা ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে। আমরা এটাকে সহজে মেনে নিতে পারব না। গত কয়েক বছর ধরেই আমরা আন্দোলন করছি। এই আন্দোলনকে আরও বেগবান করবে। 

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ