ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘অসুর’ আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, ‘এই দেশটা সবার। বাংলাদেশিদের এই দেশ। এই দেশের মাটিকে কলুষিত হতে দেব না। এই দেশকে মুক্ত করব এই দেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান সবাইকে মুক্ত করব। বিশ্বাস করি জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে, সবার সহযোগিতায় মধ্যে দিয়ে এই যে দানব, অসুরিও শক্তি, এই অসুরকে অবশ্যই বধ করতে হবে।’
বিএনপি মহাসচিব তার বক্তব্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় দেশের বিরাজমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। তার দাবি ক্ষমতাসীনদের মদদ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার দাঙ্গা-হাঙ্গামা সম্ভব নয়। আওয়ামী লীগ ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন রকম অপকৌশল নিতে শুরু করেছে। এসব ঘটনা তারই একটা প্রমাণ।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলে অতীতে আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজকে আবারও গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসনের দিকে যাচ্ছে। এখানে তারা ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে। আমরা এটাকে সহজে মেনে নিতে পারব না। গত কয়েক বছর ধরেই আমরা আন্দোলন করছি। এই আন্দোলনকে আরও বেগবান করবে।