হোম > রাজনীতি

মধ্যরাতে স্মৃতিকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রীকে দুষলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘তাঁর (স্মৃতি) অপরাধ যে, সে একটা স্ট্যাটাস দিয়েছে, লিখেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে। কেন? আপনি (শেখ হাসিনা) কি গড, দেবতা, বিধাতা যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না?’

তিনি বলেন, বর্তমান সরকারের অত্যাচারের মাত্রা কোন পর্যায়ে গেছে যে, গভীর রাতে একজন নারীকেও গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের বাঁচার জন্য, অধিকারকে রক্ষা করার জন্য আর কোন বিকল্প নাই। হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোক র‍্যালি থেকে মির্জা ফখরুল এ কথা বলেন। 

বিএনপির চলমান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত দলের নেতাকর্মীদের স্মরণে এই র‍্যালির আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। 

র‍্যালিপূর্ব এই সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেকে বক্তব্য দেন। 

ঘোষণা অনুযায়ী বিকেল ৩টা থেকে র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও ৪টার দিকে শুরু হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, কালো পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

র‍্যালি চলাকালীন সরকারবিরোধী নানা স্লোগানে মুখর ছিলেন নেতাকর্মীরা। এই কর্মসূচি ঘিরে বেলা ১২টার পর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। কর্মীদের সমাগমে নয়াপল্টন এলাকা জনারণ্যে পরিণত হয়। 

র‍্যালি শুরুর আগে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার এক পাশ বন্ধ থাকে। র‍্যালি শুরু হলে দুই পাশের সড়কই অবরুদ্ধ হয়ে পড়ে, যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়। এর ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে যথারীতি অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ