হোম > রাজনীতি

কোনো ক্রন্দন নয়, এখন জেগে উঠতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পনেরো বছর ধরে ক্ষমতায় টিকে থাকতে সহস্রাধিক নেতা-কর্মীদের হত্যা ও গুম করেছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতা হলো ভোলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতার মৃত্যু। তাই কোনো ক্রন্দন নয়, রোদন নয়, এখন জেগে উঠতে হবে এবং এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে বলে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ করার সময় পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজার পর  তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ছাত্রদল নেতার জানাজা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ভয়াবহ কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের ভাই, আমাদের সন্তান, পুত্র নূরে আলম ও রহিম হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ।’

এ সময় নেতা-কর্মীদের শান্ত ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ ও আন্দোলন করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এদিকে নূরে আলমের জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর ইউনিটের নেতা-কর্মীরা। সহযোদ্ধাকে গুলি করে মারার প্রতিবাদে পুলিশ ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন জমায়েত হওয়া এসব নেতা-কর্মী। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জানাজায় অংশ নিতে আসেন বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্র ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নির্দেশে ছাত্রদল এবার প্রতীকী প্রতিবাদ করেছে। এর পরে আর কোনো নেতা-কর্মী যদি এভাবে হত্যার শিকার হন, তাহলে ছাত্রদল চুপ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, ‘আর যদি কোনো সহযোদ্ধা এভাবে জীবন হারায়, তাহলে আর আমরা প্রতীকী প্রতিবাদ জানাব না। এবার আমরা সিনিয়র নেতাদের নির্দেশে এই প্রতীকী প্রতিবাদ করেছি।’

আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও নূরে আলমের বড় ভাই। তাঁরা নূরে আলম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

তিন দিনের আলাদা আলাদা কর্মসূচি
পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা ছাত্রদলের সভাপতি মৃত্যুর ঘটনায় তিন দিনের আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি সারা দেশে শোক পালন করবে। এর জন্য আগামী ৫ থেকে ৭ তারিখ দেশের সব বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৬ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ছাত্রদল। এর পরদিন ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে কৃষক দল এবং সর্বশেষ ঢাকায় সমাবেশ করবে যুবদল।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ