হোম > রাজনীতি

পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১০ থেকে ১৫ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর রমনা বিভাগের উপ-কমিশনার মো. আশরাফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

মো. আশরাফ হোসেন বলেন, আজকে বিএনপির পূর্ব নির্ধারিত একটি পদযাত্রা ছিল। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পথযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা শুরু করেছিল। প্রায় ১০ থেকে ১৫ হাজার লোক ছিলেন পদযাত্রায়। সামনের সারিতে যে সব নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন। এ পর্যন্ত (সায়েন্স ল্যাব) এসে তাদের যা করার কথা ছিল তাই করেছেন। সব সিনিয়র লিডাররা চলে যায়।

উপকমিশনার আরও বলেন, ‘পদযাত্রা শেষের সারির থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে তারা বিআরটিসি একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসের গ্লাস ভাঙে।’ 

রমনা বিভাগের উপকমিশনার বলেন, সংঘর্ষ আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারত। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব।

পুলিশ কত রাউন্ড ফাঁকা গুলির ছুড়েছে জানতে চাইলে মো. আশরাফ হোসেন বলেন, ‘সেটা এখন বলা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি কন্ট্রোলে আমাদের সিআরপিসি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি। যাতে জানমালের ক্ষয়ক্ষতি তারা কম করতে পারে।’ 

 এ ঘটনায় সংঘর্ষের ১০ থেকে ১৫ জন আটক করা হয়েছে আছে বলেও জানান উপকমিশনার।

লন্ডনের পথে জুবাইদা, ফিরবেন তারেক ও জাইমাকে নিয়ে

উগ্রপন্থীদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হতে চায় না এনসিপি

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান