হোম > রাজনীতি

মুসলিম লীগের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেন। অন্যদিকে মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে দলটির নয় সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা একমত হয়েছি এই ফ্যাসিস্ট, অনির্বাচিত সরকার, তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের অন্দোলনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। সেইসঙ্গে সংসদ বিলুপ্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠনের ক্ষেত্রে আমরা একমত হয়ে, একজোট হয়ে কাজ করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যুগপৎভাবে আন্দোলনটা শুরু করব। পরে আন্দোলনের ধারা অনুযায়ী সেটার প্রকৃতি বদলাতে পারে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকে প্রতিরোধ করতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে আমরা আন্দোলন নিয়ে কথা বলতে শুরু করেছি। সেই কর্মসূচি অনুযায়ী আমরা এরই মধ্যে পাঁচটি দলের সঙ্গে কথা বলেছি।’ 

এ সময় মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ‘বিএনপির নেতৃত্বে সব ধরনের আন্দোলনে আমরা অংশীদার থাকব।’

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ