আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই দলটির প্রথম জরুরি সভা। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কয়েক ভাগে ভাগ হয়ে যায় দলের নেতা-কর্মীরা। পূর্বের এবং ওই সময়ে সৃষ্ট প্রভাব বিস্তার, দ্বন্দ্বের ধারাবাহিকতা চলতে থাকে নির্বাচনের পরও। দলের নেতা-কর্মীদের একে অপরের সমালোচনাসহ বিভিন্ন রকমের কাদা ছোড়াছুড়ি করতে থাকেন।
সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেও দেখা যায়। দলটির সভাপতি শেখ হাসিনা নিজেও এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে জরুরি সভা ডাকল আওয়ামী লীগ।